বীরের মতো লড়েও সিরিজ জেতাতে পারলেন না নাঈম
আবারো হৃদয় ভাঙ্গার গল্প। ভারতের মাটিতে ইতিহাস গড়ার দারুণ সম্ভাবনা জাগিয়ে'ও পারলো বাংলাদেশ ক্রিকেট দল। আর তাতেই ৩০ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের ঘরে রেখে দিলো টিম ইন্ডিয়া।
নাগপুরে নিজের প্রথম ওভারেই প্রতিপক্ষের সবচেয়ে আগ্রাসী ব্যাটসম্যান রোহিত শর্মাকে বোল্ড করে সাজঘরে পাঠান শফিউল ইসলাম। এরপর ধাওয়ান ও লোকেশ রাহুল জুটিও টেকেনি বেশীক্ষণ। ধাওয়ানকে ফেরান শফিউল। এরপর ফিফটি তুলে ৫২ রানের ফেরেন রাহুল। কিন্তু, ৩৩ বলে শ্রেয়াসের ঝোড়ো ৬২ রানে ওপর ভর করে ১৭৪ রানের বড় সংগ্রহ পায় টিম ইন্ডিয়া।
কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশিত হয়নি বাংলাদেশের। দলীয় ১২ রানের মাথায় উইকেট দিয়ে ফেরেন লিটন দাস। পরের বলেই আউট সৌম্য সরকার। ১২ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। তবে, তৃতীয় উইকেটে নাঈম ও মিঠুন মিলে গড়েন ৯৮ রানের জুটি। ভালই খেলতে থাকা মিঠুন ২৭ রানে আউট হবার পরের বলেই প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম। দলীয় ১১০ রানে ৪ উইকেট হারানোর পর, দুর্দান্ত ব্যাটিং করা নাঈম শেখ ফেরেন ৮১ রানে। আশার বাতি হয়ে থাকা মাহমুদউল্লাহ'ও আউট হলে, ফিকে হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন। ৪ বল বাকি থাকতে টাইগারদের ইনিংস থামে ১৪৪ রানে।
স্কোর : ১৪০-১০ (১৯.২)
লিটন দাস ৯ (৮)
মোহাম্মদ নাঈম ৮১ (৪৮)
সৌম্য সরকার ০ (১)
মোহাম্মদ মিথুন ২৭ (২৮)
মুশফিকুর রহিম ০ (১)
মাহমুদুল্লাহ রিয়াদ ৮ (১০)
আফিফ হোসেন ০ (১)
আমিনুল ইসলাম বিপ্লব ৯ (৯)
শাফিউল ইসলাম ৪ (৬)
মোস্তাফিজুর রহমান ১ (৩)
আল আমিন ০* (০)
বোলার
খলীল আহমদে ৪-০-২৭-০
ওয়াশিংটন সুন্দর ৪-০-৩৪-০
দ্বিপক চাহার ৩.২-০-৭-৬
যুবেন্দ্র চাহাল ৪-০-৪৩-০
শিবাম দুবে ৪-০-৩০-৩
স্কোর:
ভারত ১৭৪/৫ (২০)
রোহিত ২
শিখর ১৯
রাহুল ৫২
শ্রেয়াস ৬২
পান্থ ৬
মনিশ ২২*
শিভম ৯*
বোলার:
আল আমিন ৪-০-২২-১
শফিউল ৪-১-৩২-২
মোস্তাফিজ ৪-০-৪২-০
আমিনুল ইসলাম ৩-০-২৯-০
সৌম্য সরকার ৪-০-২৯-২
আফিফ হোসেন ১-০-২০-০